সমতায় শেষ ইউনাইটেড-চেলসির লড়াই

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিবর্ণ প্রথমার্ধের পর লড়াই জমে উঠল কিছুটা। গোটা ওল্ড ট্র্যাফোর্ডকে উল্লাসে ভাসালেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক। তবে সেই আনন্দ স্থায়ী হলো না বেশিক্ষণ। প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান পয়েন্ট তুলে নিল চেলসি।
ইউনাইটেডের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মোইসেস কাইসেদো।
এরিক টেন হাগকে বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের হাত ধরে গত বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে লিগ কাপের শেষ ষোলোয় লেস্টার সিটিকে ৫-২ গোলে হারায় ইউনাইটেড।
লিগে ফিরেও জয়ে ফেরার আভাস দিল তারা। কিন্তু এগিয়ে গিয়েও ধরে রাখতে পারল না ব্যবধান। গত রাউন্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড।
পঞ্চদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় চেলসি। কোল পালমারের কর্নারে তরুণ ফরোয়ার্ড ননি মাদুয়েকের হেড পোস্টে লাগে।
২৪তম মিনিটে সুযোগ পান ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো। রাসমুস হয়লুনের পাস বক্সে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ফের্নান্দেসের ক্রসে দূরের পোস্টে মার্কাস র‍্যাশফোর্ডের ভলি ক্রসবারে লাগে।
৭০তম মিনিটে সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেস। চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস বক্সে হয়লুনকে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
সেই স্বস্তি উবে যায় একটু পরই। ৭৪তম মিনিটে সমতায় ফেরে চেলসি। কর্নার হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি কাসেমিরো। বক্সের বাইরে থেকে নিচু ভলিতে ঠিকানা খুঁজে নেন কাইসেদো।
দুই মিনিট পরই আরেকটি সুযোগ পায় চেলসি। তবে বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন এনসো ফের্নান্দেস।
শেষ দিকে ইউনাইটেড চাপ বাড়ালেও গোলের দেখা আর মেলেনি।
১০ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে আর্সেনাল পাঁচে, অ্যাস্টন ভিলা ছয়ে আছে।
১৯ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তিনে, ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, ২৫ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে আছে।
১০ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.