সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে গরুর সংক্রামক ব্যাধি, নেই কোন প্রতিকার

বিশেষ প্রতিনিধি: রংপুরসহ সমগ্র উত্তর বঙ্গে ভয়াবহ রুপ ধারণ করেছে গরুর সংক্রমক ব্যাধী লাম্পি স্কিন রোগ তাছাড়াও প্রতিটি জেলার প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়েছে দুরারোগ্য ব্যাধিটি। কার্যকরি ঔষধ ও প্রতিকার না পাওয়ায় দুশ্চিন্তায় খামারি ও সাধারণ গরু পালনকারী ভুক্তভোগীরা।

তারা বলছেন, গরুর শরীরে হঠাৎ দেখা দেয় গুটি, ফোসকা উঠে গলা আর তাতে,খসে পড়ে মাংস। এ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মারা গেছে উন্নত জাতের বকনা ও এঁড়ে বাছুর। এর ফলে জেলার আড়াই হাজার খামারের অধিকাংশ মালিক পশু নিয়ে আতংকিত ও দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন।

এ বিষয় রংপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, সংক্রমন রোধে চিগিৎসার পাশাপাশি গোয়াল ঘরের মশা-মাছি নিয়ন্ত্রণ রোধের পরামর্শ ও পরিস্কার রাখার পরামর্শ দেওয়া  হচ্ছে।

তথ্য অনুযায়ী ২০১৯ সালের মাঝা-মাঝি চট্রগ্রামে প্রথম এই লাম্পি স্কিন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে বলে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক জানান।

তিনি আরো বলেন, যে উক্ত রোগের প্রাদুর্ভাব হঠাৎ দেখা দেওয়ায় আমাদের হাতে পর্যাপ্ত গরুর চিগিৎসা সেবা দেওয়া কষ্ট সাধ্য হয়ে পড়েছে তবে আমরা শিঘ্রই এ বিষয়ে রোগ প্রতিকারের জরুরী পদক্ষেপ গ্রহণ করছি বলে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.