BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উপদেষ্টার

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উপদেষ্টার

ঢাকা প্রতিনিধি জানুয়ারি থেকে সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে ‘গ্রিন বিল্ডিং’ কর্মশালায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকসহ সবাইকে একটি বাধ্যতামূলক নির্দেশনা তৈরির অনুরোধ করেছেন রিজওয়ানা হাসান। এই নির্দেশনার ওপর ভিত্তি করে জানুয়ারি থেকে নির্মাণ হতে যাওয়া সরকারি ভবনগুলো গ্রিন অথবা সাস্টেনেবল বিল্ডিং হিসেবে হবে।

রিজওয়ানা বলেন, ‘আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করছি, আমি নিজেও কথা বলব যেন তারা একটি ওয়ার্কিং গ্রুপ করে এটার (গ্রিন বিল্ডিংয়ের) জন্য একটা নির্দেশনা তৈরি করে দেন। আমরা সকল সংগঠন মিলে একটা সম্মিলিত নির্দেশনা তৈরি করে ফেলি। তারপর আমরা জানুয়ারি থেকে নিয়ম করে দেই, তখন থেকে যে সরকারি বিল্ডিং হবে, তারা যেন এ নিয়মগুলো মেনে চলে।’

এসময় এই কর্মশালায় উপস্থিত বক্তরা জানান, গ্রিন বিল্ডিং এমন একটি কাঠামো যা নকশা, নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের পুরো জীবনচক্র জুড়ে পরিবেশের উপর প্রভাব কমিয়ে এবং সম্পদ সাশ্রয়ী হয়ে পরিবেশবান্ধব উপায়ে তৈরি করা হয়। এতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো ছাড়াও বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় করবে বলে মত তাদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি সনাক্ত সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মিলন ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টার সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল