সবাই ইউক্রেন যুদ্ধের অবসান চায়, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সবাই ইউক্রেন যুদ্ধের অবসান চায়, এমনটাই বিশ্বাস করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিয়েভের হয়ে এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পশ্চিমারা। তবে যুদ্ধ কীভাবে অবসান করা যায়, এ বিষয়ে কোনও পরিকল্পনা অথবা পরামর্শ দেননি তিনি।
যদিও জেলেনস্কি এবং পশ্চিমা নেতারা দাবি করছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসতে প্রস্তুত নন।
এদিকে দূরপাল্লার অস্ত্র সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে যদি দীর্ঘ পাল্লার অস্ত্র দেওয়া হয় তাহলে তাদের সেনাদের বিরুদ্ধে আরও অভিযান চালানো হবে এবং তাদেরকে রুশ সীমান্ত থেকে গভীরে ঠেলে দেওয়া হবে।
তার মতে, ইউক্রেনের পশ্চিমা মদতদাতারা দিন দিন এই সংঘাতের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে মস্কো।
ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধ লড়াইয়ে উন্নতপ্রযুক্তির লেপার্ড-২ এবং আব্রামস ট্যাংক সরবাহের ঘোষণায় ক্ষুব্ধ মস্কো। (সূত্র: দ্য গার্ডিয়ান)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.