সদরের আগরদাঁড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: ১৫ ডিসেম্বর রবিবার বিকাল ৫টায় সময় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান।
অনুষ্ঠানে আগরদাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসান হাদী, আব্দুল্লাহ আল মামুন রাজু, আইনুল ইসলাম (নান্টা), ফরিদ উদ্দীন শেখ শরিফুজ্জামান সজিব, শেখ মনিরুজ্জামান প্রিন্স, ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলনসহ আরো অনেকে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.