ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, মাদকসহ মো. শেখ সাদি (৩৫) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাদি ওই এলাকার মৃত আ. কাদের শেখের ছেলে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে শেখ সাদিকে আটক করা হয়।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
অভিযানের সময় আটক এড়াতে মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেষ্টা করে সে। পরে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুটি গুলি, একটি খেলনা পিস্তল, ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘সদরপুর থানায় অপরাধীকে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনা সদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #















