BTC News | বিটিসি নিউজ

সত্যের জয় হবেই : রিয়া চক্রবর্তী

সত্যের জয় হবেই : রিয়া চক্রবর্তী

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুতে শুরু হওয়া সমালোচনা রিয়ার ওপর দীর্ঘ সময় চাপ সৃষ্টি করেছিল।

এরপরই এক ড্রাগ মামলার জেরে রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তার পাসপোর্ট ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জব্দ করে।

পাঁচ বছর পর, বোম্বে হাইকোর্টের নির্দেশে রিয়া চক্রবর্তী আবার নিজের পাসপোর্ট হাতে পেয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে এই খবর শেয়ার করে রিয়া লিখেন, গত ৫ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই। অনন্ত আশা। আজ, আমি আবার আমার পাসপোর্ট ধরতে পারছি।

প্রস্তুত আমার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! সত্যের জয় হবেই।

নেটিজেনরা এই পোস্টে রিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দীর্ঘ সংগ্রামকে সম্মান জানিয়েছেন।

এক মন্তব্যে লেখা হয়েছে, এই পাসপোর্ট শুধুই স্ট্যাম্প নয়, এটি বহন করছে তার বাঁচার গল্প। দীর্ঘ পাঁচ বছরের পর একটি গর্বিত ও আবেগঘন বিজয়।

রিয়া সুশান্তের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, মানুষ বলেছিল, সে তোমার জন্য মারা গেছে। আমি সবসময় জানতাম আমি কিছুই করিনি। কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত এলেও আমি সুখী হতে পারিনি। আমি শুধু আমার পিতামাতার এবং তাদের সুনামের জন্য খুশি ছিলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ