সড়ক পরিবহন সমিতি’র মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে বিটিসি নিউজের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলালকে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব হিসেবে নির্বাচিত করায় বিটিসি নিউজ এন্ড বিটিসি চ্যানেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার আক্তার কাজল এবং বিটিসি নিউজ এর সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা সহ বিটিসি নিউজ পরিবার এর দেশ-বিদেশের সকল প্রতিনিধি প্রাণঢালা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল সোমবার (০৭ জুলাই) বেলা ১১টায় রাজশাহীর কাদিরগঞ্জে অবস্থিত শাহ ডাইন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির এক জরুরি সভায় ১৬ জেলার বাস ও মিনিবাস মালিক সমিতি ও পরিবহন গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় মোঃ নজরুল ইসলাম হেলাল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। “মোঃ নজরুল ইসলাম হেলাল-এর মহাসচিব পদে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে উত্তরবঙ্গের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, সুশাসন ও কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।”
নতুন কমিটি’র মাধ্যমে উত্তরবঙ্গের পরিবহন খাতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী। আমরা এই নবগঠিত কমিটি’র সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.