সঠিক পরিকল্পনার জন্য নির্ভুল তথ্যের বিকল্প নেই : পরিকল্পনামন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সঠিক পরিকল্পনার জন্য নির্ভুল তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই। এজন্য কর্মকর্তাদের দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার (০৯ জুলাই) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরো সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। 
এ সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগসহ এর বিভিন্ন দিক তুলে ধরেন বিভাগটির সিনিয়র সচিব ড. শাহনাজ আরেফিন। পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.