সঙ্গীত জগতের আরেকটি নক্ষত্র পতন হয়ে গেল

কলকাতা (ভারত) প্রতিনিধি: বছরটা যে কি যাচ্ছে, আর কতইবা নক্ষত্রের ছন্দপতন হবে বলবে শুধু নিয়তি।
কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলেগেলেন সুরসম্রাজ্ঞি লতাজি।
আজ সন্ধ্যায় চলেগেলন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতে পতন হলো আরেকটি নক্ষত্রের। বলা ভালো সঙ্গীত জগত এক নিমেষে হয়েগেল দীন দরিদ্র।
কিছুদিন আগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মপুরস্কারের জন্য কেন্দ্রীয় সরকার মনোনীত করলেও তা তিনি সাদরে ত্যাগ করেন। যিনি মাত্র সাড়ে- চোদ্দ বছর বয়সে “গীতশ্রী” পরীক্ষায় প্রথম হয়ে সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাঁর কাছে জীবনের এই সন্ধায় পদ্মপুরস্কার নিছকই খেয়ালিপানা ছাড়া আর কি বা হতে পারে।
বাস্তবে তিনি সঙ্গীত জগতের শতকোটি পদ্ম। এমন মানুষ শুধু পারে পদ্মপুরস্কারের জন্য কাউকে মনোনীত করতে, নিজে মনোনীত হবার জন্য নয়। ভারতীয় সঙ্গীত জগতে এমন কোন দিক নেই যেখানে তাঁর বিচরণ নেই।
এক সময়ে বাংলা সিনেমা যেমন উত্তম-সুচিত্রার হাত ধরে সাবালক হয়েছিল, তেমনি বাংলা তথা ভারতীয় সঙ্গীত ও সাবালক হয় তাঁর স্মৃতিমধুর কন্ঠে।
১৮৩১ সালের ৪ঠা অক্টোবর দক্ষিণ কলকাতায় জন্ম নিয়ে এপর্যন্ত পথ চলা তাঁর। দীর্ঘ কয়েকমাস বার্ধক্যজনীত রোগভোগের পর চলে গেল -অমর আত্মা অমৃতের কোলে। রেখো তারে আদরে যতনে তোমারই কোলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.