সকালে চালু হওয়া বুড়িমারী স্থলবন্দর বন্ধ করেলো ভারতীয় লোকজন

লালমনিরহাট প্রতিনিধি: দীর্ঘ আড়াই মাস  পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর আজ বুধবার (১০ জুন) সকালে চালু হলে দুপুরে তা বন্ধ করে দিয়েছে ভারতীয় লোকজন।
ফলে বাংলাদেশী কোন ট্রাক ভারতে ঢুকছে না এবং ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে না। বুড়িমারী স্থল বন্দরের পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সকালে থেকে পণ্যবাহী বাংলাদেশি ২৫ টি ট্রাক ভারতে ঢুকে এবং ভারত থেকে ৪৫ টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। দুপুরের পর বুড়িমারী স্থল বন্দরের অপর পাশে চ্যাংরাবান্ধা স্থল বন্দর এলাকার লোকজন করোনা আতঙ্কে জড়ো হয়ে বাংলাদেশি ট্রাক ঢুকতে বাধা দেয়। ফলে চ্যাংরা বান্ধা স্থল বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়।
বুড়িমারী স্থল বন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, চালু হওয়া স্থল বন্দর কি কারণে বন্ধ হলো তা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.