সকালে কখন জিরা পানি খেলে উপকার বেশি?

বিটিসি জীবন যাপন ডেস্ক: সকালে জিরা পানি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারি হতে পারে, বিশেষ করে হজম শক্তি বাড়ানো, ওজন কমানো, এবং ডিটক্সিফিকেশনের জন্য।
জিরা পানি খাওয়ার সঠিক উপায় দেখে নিন-
প্রস্তুত করার পদ্ধতি-
উপকরণ:
১ চা চামচ জিরা, ১ কাপ পানি (প্রায় ২৫০ মিলি)
পদ্ধতি ১: ভিজিয়ে রাখা
রাতে ঘুমানোর আগে ১ চা চামচ জিরা এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন। চাইলে পানি সামান্য গরম করে নিতে পারেন।
পদ্ধতি ২: ফুটিয়ে নেয়া
১ কাপ পানিতে ১ চা চামচ জিরা দিয়ে ফুটান ৫–৭ মিনিট। একটু ঠান্ডা হলে ছেঁকে নিন। খালি পেটে সকালে পান করুন।
কখন খাবেন?
ঘুম থেকে উঠে খালি পেটে (ব্রাশ করার পরে) পান করুন। পানি খুব গরম বা খুব ঠান্ডা না হওয়াই ভালো — হালকা গরম থাকলে সবচেয়ে ভালো।
কিছু সতর্কতা-
অতিরিক্ত খাওয়া ঠিক নয় — দিনে ১বার খাওয়াই যথেষ্ট। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.