সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তির জাগরণ ঘটাতে হবে : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়া বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সকল বৈষম্য দূরীভূত করে নতুন বাংলাদেশ এনে দেওয়া ছাত্র-জনতার গণ আন্দোলনে সকল শহীদের রক্ত বৃথা যেতে দিব না। আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালি পূর্ব বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি এসময় তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সাধারণ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে জনতাকে সাথে নিয়ে সাংগঠনিক কর্মকান্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে। সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তির জাগরণ ঘটাতে হবে। সর্বক্ষেত্রে মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে।
উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার ছিদ্দীক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, মহিলা দলের সভানেত্রী রাশেদা আশরাফ, বিলকিস খাতুন, মোমেনা, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক জিএস এম এ রব শাহিন, সাবেক জিএস মীর রফিকুল ইসলাম, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, তাওফিকুর রহমান সঞ্জু, কেএম আশরাফুজ্জামান পলাশ, রুহুল আমিন খোকন, মেহেদি হাসান রাজু, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, কৃষক দল নেতা মাস্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনি, মোতাহার হোসেন, আব্দুস সালাম দিলু, ছাত্রদল নেতা শাহাজালাল আহমেদ সাজু, জাহাঙ্গীর হোসেন, শুভ রাসেল, জিএম সোহেল, আবির হোসেন, ফয়সাল, সৈকত, অঙ্কুরসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। জন সমাবেশ শেষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কলারোযা পৌরশহর প্রদক্ষিণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.