সকল ভেদভেদ ভুলে একতাবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে – সালাম মূর্শেদী

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনকে সুসংগঠিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় এলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
শনিবার (১৩ মে) বিকাল চারটায় সেনহাটি ইউনিয়ন ও চন্দনী মহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে এ কথাগুলো বলেন।
খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আরো বলেন দলের মধ্যে গ্রুপিং করলে সংগঠনের অগ্রগতি ও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই গ্রুপিং না করে সবাই মিলে সংগঠনের কাজকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।
চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলীর সভাপতিত্বে, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকতিয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুননাহার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ইউনুস আলী, মোল্লা শামসুল হক ও মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক জালাল তালুকদার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন আক্তার, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সরকার, কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, শেখ আল আমিন, এস এম হাবিবুর রহমান তারেক, আবুল কালাম আজাদ, আবুল বাশার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, মোল্লা নাহিদুর রহমান, ইয়াসিন আরাফাত, পাখি বেগম, হাফিজা খাতুন, নাসরিন আক্তার হিরা, ফাতেমা খাতুন, সাজেদা বেগম, সালমা বেগম, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, কে এম তহিদুজ্জামান, ইমরান গাজী, আলী বাকের প্রিন্স, আবু সুফিয়ান প্রমুখ।
এর আগে প্রধান অতিথি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের আওতাধীন তথ্য আপার উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়াও সন্ধ্যায় তিনি সেনহাটি ঋষিপাড়ায় নবারুণ তরুণ সংঘের উদ্যোগে অষ্টম প্রহরের নাম যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.