সকল প্রকারের রেনিটিডিন ঔষধ বিক্রি স্থগিত

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লারাইড কাঁচামাল (এপিআই) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট-এর নমুনা অত্র অধিদপ্তরের ব্যবস্থাপনায় ডব্লিউএইচও অ্যাক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়।

পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে NDMA impurity গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশী পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ঔষধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত করা হলো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.