BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সউদীর রেড সি প্রকল্পে রোনালদোর বিলাসবহুল ভিলা

সউদীর রেড সি প্রকল্পে রোনালদোর বিলাসবহুল ভিলা

বিটিসি স্পোর্টস ডেস্ক: খেলাধুলার ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো এবং তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ সউদী আরবে বিলাসবহুল রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, তারা সউদী আরবের উচ্চাভিলাষী রেড সি ডেভেলপমেন্ট প্রকল্পে ভিলা কিনেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ভিলাটি রেড সি গ্লোবাল কর্তৃক নির্মিত রিট্জ-কার্লটন রিজার্ভের নুজুমায় অবস্থিত, যা সউদী মূলভূমি থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে। সেখানে পৌঁছাতে কেবল চার্টার্ড নৌকা বা সিপ্লেন ব্যবহার করা হয়। অতি-বিলাসবহুল এই ভিলাগুলোর প্রথমদিকের ক্রেতাদের মধ্যে রয়েছেন রোনালদো ও রদ্রিগেজ।

রিট্জ-কার্লটন রিজার্ভ রেসিডেন্সেসে প্রতিটি ভিলার দাম শুরু হয়েছে ১ কোটি ৫৫ লাখ সউদী রিয়াল (প্রায় ৩১ লাখ পাউন্ড) থেকে। পুরো প্রকল্পে মাত্র ১৯টি অতি-ব্যক্তিগত আবাসন রয়েছে, যেখানে নির্মল প্রাকৃতিক পরিবেশে বিশেষায়িত সেবা দেওয়া হয়।

রোনালদো জানান, দ্বীপটির সঙ্গে তিনি ও জর্জিনা গভীর এক বন্ধন অনুভব করেন এবং এখন পরিবারসহ সেখানে একান্ত শান্তিপূর্ণ একটি বাড়ি উপভোগ করছেন।

পর্তুগীজ এই ফুটবলার বলেন, “প্রথমবার এখানে আসার মুহূর্ত থেকেই জর্জিনা আর আমি দ্বীপটি ও এর প্রাকৃতিক সৌন্দর্য্যরে সঙ্গে এক ধরনের সখ্যতা অনুভব করেছি, এটি এমন একটি জায়গা যেখানে আমরা সত্যিই শান্তি পাই।”

তিনি আরও বলেন, “এখন এখানে আমাদের একটি বাড়ি রয়েছে, তাই যখনই ইচ্ছে করে সম্পূর্ণ গোপনীয়তা ও প্রশান্তির মধ্যে পরিবারকে নিয়ে সময় কাটাতে পারি।”

এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে প্রকাশ পায়, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো বেতন হিসেবে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন। এর পাশাপাশি বিশ্বখ্যাত স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে প্রায় এক দশকের স্পনসরশিপ চুক্তি থেকে তিনি বছরে প্রায় ১৮ মিলিয়ন ডলার পেয়েছেন। আরমানি, ক্যাস্ট্রোলসহ অন্যান্য বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে তার অংশীদারিত্ব থেকে তার সম্পদে যোগ হয়েছে আরও ১৭৫ মিলিয়ন ডলারেরও বেশি।

২০২৩ সালে সউদী ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার মাধ্যমে রোনালদো ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হিসেবে রেকর্ড গড়েন। তার বার্ষিক বেতন ১৭৭ মিলিয়ন পাউন্ড, এর সঙ্গে বোনাস এবং ক্লাবের প্রায় ১৫ শতাংশ মালিকানার অংশও রয়েছে বলে জানা গেছে।

রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী বিশ্ব ফুটবলের আরেক তারকা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি তার ক্যারিয়ারে কর-পূর্ব বেতন হিসেবে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন বলে এক আর্থিক হিসাবে বলা হয়েছে।

রোনালদোর বিলিয়নিয়ার মর্যাদা তাকে বিশ্বের অল্প কয়েকজন ক্রীড়াবিদের তালিকায় যুক্ত করেছে। এই তালিকায় আরো রয়েছেন মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, টাইগার উডস ও রজার ফেদেরার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ