সংসদ প্রাঙ্গণে ‘পিতা’ প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদ্যোগ : স্পিকার

ঢাকা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ প্রাঙ্গণে মার্চ মাসব্যাপী ‘পিতা’ প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদ্যোগ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে তৈরী ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’ এক্ষেত্রে স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবে।
আজ সোমবার (০১ মার্চ) বাঘ ইকো মোটরের আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন বলেন, ‘ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত জাতির পিতার ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওটি ২০১৭ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন। নতুন প্রজন্মকে আলোকিত করতে ৭ মার্চের ভাষণের পাশাপাশি জাতির পিতার অন্যান্য ভাষণগুলো বিভিন্ন প্লাটফর্ম থেকে প্রচারের উদ্যোগ গ্রহণ জরুরি। বঙ্গবন্ধু প্যাভিলিয়নের মাধ্যমে জাতির পিতার বর্ণাঢ্য জীবনের ইতিহাস ইতোমধ্যেই সংসদ প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে।’
ত্রিমাত্রিক ভিডিওটি তৈরীর উদ্যোক্তা জেডওকে গ্রুপের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তথ্যসচিব নাসিরুদ্দিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস পরামর্শক সৈয়দ ইসতিয়াক হোসেন, জেডওকে গ্রুপের প্রতিনিধিরা, বাংলাদেশ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.