BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে – উজিরপুরে জেলা প্রশাসক

সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে – উজিরপুরে জেলা প্রশাসক

উজিরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। আমরা দলমতের উর্ধ্বে থেকে সরকারি দায়িত্ব পালন করতে চাই। উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এ কথা বলেন।

২৪ নভেম্বর উজিরপুরে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া, তিনি উপজেলার বিভিন্ন সড়ক, আধুনিক অডিটোরিয়াম, কিশোরীর হাইজিন কর্নার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এসব প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে এবং প্রকল্পগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করার পাশাপাশি জনগণের অভিযোগ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান, সহকারী কমিশবার (ভূমি) মহেশ্বর মন্ডল, বরিশাল নির্বাচন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি, উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক  নাসির শরীফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে জনগণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?