সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে হিজবুল্লাহ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইরান সমর্থিত হিজবুল্লাহ এবং এর মিত্ররা লেবাননের সংসদ নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আজ মঙ্গলবার (১৭ মে) নির্বাচনের ফলাফলে দেখা গেছে এটি।
রোববার অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে হিজবুল্লাহর সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণ এবার স্বতন্ত্র প্রার্থী এবং বিরোধী দল বিভিন্ন আসনে জয় পেয়েছে। 
হিজবুল্লার মিত্র দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট বিভিন্ন জায়গায় পরাজিত হয়েছে।
বর্তমানে ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট লেবাননের সবচেয়ে বড় খ্রিস্টান ব্লক হিসেবে ছিল। কিন্তু এখন তাদের সরিয়ে দিয়ে এ জায়গা নিতে পারে ডানপন্থি লেবানিস ফোর্সেস।
এদিকে স্বতন্ত্র প্রার্থীরা হিজবুল্লাহর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছে। এর মধ্যে রয়েছে বেক্কা বিভাগ। এই বিভাগে দীর্ঘসময় ধরে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করা এলি ফারজিল একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন।
সব মিলিয়ে এবারের নির্বাচনে ১৬ জন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। যেখানে ২০১৮ সালের নির্বাচনে মাত্র একজন জয় পেয়েছিলেন।
এদিকে লেবাননের নির্বাচনে এবার ভোট দিয়েছেন ৪১ ভাগ ভোটার। ২০১৮ সালে ভোট দিয়েছিলেন ৫০ ভাগ। এবার ভোটার উপস্থিতিও কমে গেছে। (সূত্র: দ্য নিউ আরব)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.