সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

 

ঢাকা প্রতিনিধি: আজ বুধবার একাদশ জাতীয় সংসদের পথচলা শুরু হচ্ছে । সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি।

আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়েছে। মানববন্ধনে বিএনপির কয়েকশো নেতাকর্মী জড়ো হয়েছেন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংবাদিক  এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যান্য নেতারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.