সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না : আমীর খসরু

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজ এই সরকার আবারও সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে, সংবিধানের দোহাই দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’
আজ শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ‘বর্তমান সরকার খালি সংবিধানের দোহাই দিচ্ছে। তাহলে দিনের ভোট রাতে করা কি সংবিধান লঙ্ঘন নয়? বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া সংবিধান লঙ্ঘন নয়?’
তিনি বলেন, ‘সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের সব স্বার্থ সংরক্ষণের জন্য। তাই, সংবিধান আগে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে নির্বাচন দিন। সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধান সংশোধন করতেই হবে। কিন্তু আজ এ সরকার আবারও সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে সংবিধানের দোহাই দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে বর্তমানে জীবনের কোনো নিরাপত্তা নেই। সম্প্রতি নওগাঁয় জেসমিন আক্তারকে তুলে নিয়ে হত্যা করা হলো। সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে। তার আগে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সাংবাদিকদের কীভাবে পেটানো হয়েছে। আজ বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নেই।’
সংগঠনের সভাপতি প্রকৌশলী এটিএম সামস উদ্দিন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (এ্যাব) সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহসভাপতি প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিমসহ আয়োজক সংগঠনের নেতাকর্মী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.