সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না : ব্রিটিশ হাইকমিশনার

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

আজ রবিবার (২৬ জানুয়ারী) বিকেল ৩টার দিকে রাজধানীর গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে সাক্ষাতের জন্য গোপীবাগে আসেন হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রবার্ট চ্যাটার্টন বলেন, ‘আমি সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপি’র প্রার্থীর সঙ্গে দেখা করতে এসেছি। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু হওয়া সবারই কাম্য। আমি আশা করবো, একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।

তিনি আরও বলেন, আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা কীভাবে নির্বাচন পরিচালনা করছেন সে বিষয়ে জেনেছি।

ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রবার্ট চ্যাটার্টন বলেন, নির্বাচনী প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবে হওয়া উচিত নয়। সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। আমি আশা করবো, সবাই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.