সংখ্যাগরিষ্ঠতা পেল সুপ্রিম কোর্ট বারে বিএনপি সমর্থিতরা

বিটিসি নিউজ ডেস্ক
২০১৮-১৯ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহ-সম্পাদকসহ চারটি পদে জয়ী হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।

সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (নীল প্যানেল) ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মত বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩৬৯ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এস কে মো. মোরসেদ পেয়েছেন (সাদা প্যানেল) ২৩১৫ ভোট।

গত ২১ ও ২২ মার্চ দুই দিন ভোট নেওয়া হয়। এবারের নির্বাচনে ১৪টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪ হাজার ৮৬৫ জন ভোট দিয়েছেন। গতকাল বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাত ১০টা থেকে ভোট গণনা শুরু হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.