শ্রীলঙ্কার সেনাপ্রধান আটক
বিটিসি নিউজ ডেস্ক: গ্রেপ্তার এড়াতে দুই মাস পালিয়ে বেড়ানোর পর অবশেষে আদালতে হাজির হয়েছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান রবীন্দ্র উইজগুনরত্নে।
গতকাল বুধবার আদালতে হাজির হলে তাকে আটক করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
শ্রীলঙ্কায় ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় ১১ তরুণকে অপহরণ ও খুনের ঘটনার সাথে উইজগুনরত্নের সম্পৃক্ততা পাওয়া গেছে। আর এ কারণেই তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
শ্রীলঙ্কার এই সেনাপ্রধান আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আটক থাকবেন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আরও তদন্ত করা হবে।
এদিকে তার জামিন আবেদন নাকচ করা বিষয়ে দেশটির ম্যাজিস্ট্রেট রাঙ্গা দিশানায়েকে বলেন, উইজগুনরত্নে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। এ কারণে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে তাকে।
২০০৮ সালে গৃহযুদ্ধ চলার সময় শ্রীলঙ্কায় অনেক অপহরণের ঘটনা ঘটে। তখন ১১ তরুণ অপহরণ হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংগঠন।
অতীতে শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে সম্প্রতি তদন্ত শুরু হয়েছে। এ কারণেই ২০০৮ সালের অপহরণের ঘটনাটি নতুন করে সামনে এলো।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.