বিটিসি স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কিউই সফরের জন্য দলে ডাক পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ফাস্ট বোলার লাহিরু কুমারা। আর লঙ্কান দলে প্রথমবার ডাক পেয়েছেন ফাস্ট বোলার ইশান মালিঙ্গা।
গত নভেম্বরে ঘরের মাঠে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি হাসারাঙ্গা। সোমবার (২৩ ডিসেম্বর) দল থেকে চারটি পরিবর্তন করে ১৭ সদস্যের তালিকা প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দল থেকে বাদ পড়েছেন—দুশান হেমান্থা, কুশাল পেরেরা, সাদিরা সামারাবিক্রামা ও দিলশান মাদুশাঙ্কা।
গত সিরিজে এক বছর পর লঙ্কানদের ওয়ানডে দলে ডাক পান কুশাল পেরেরা। তবে এক ম্যাচেও খেলা হয়নি তার। কিউইদের বিপক্ষে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও ওয়ানডে দল নিশ্চিত করেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। দলে ডাক পাওয়া ফাস্ট বোলার লাহিরু কুমারা ৩১ ওয়ানডের সবশেষ ম্যাচটি খেলেছেন চলতি বছরের মার্চে, বাংলাদেশের বিপক্ষে।
এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন তরুণ পেসার ইশান মালিঙ্গা। এখন পর্যন্ত ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে তিনি ২০ উইকেট নিয়েছেন। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার সংগ্রহ ৩৯ উইকেট। একই শ্রেণির ১৩টি টি-টোয়েন্টিতে মালিঙ্গার উইকেট সংখ্যা ১৩।
আগামী ৫, ৮ এবং ১১ জানুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচে। খেলাগুলো হবে যথাক্রমে ওয়েলিংটন, হ্যামিল্টন এবং অকল্যান্ডে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.