শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু ভারতের

বিটিসি স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের শুরুর টানা ছয় আসরের চ্যাম্পিয়ন ভারত। ২০১৮ সালে৪ সর্বশেষ আসরে ভারতের সেই রাজ্যে হানা দেয় বাংলাদেশ। ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল বাংলার বাঘিনীরা।
চার বছর পর এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারে এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে ভারত। এবারের আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ সহজেই জয় পেয়েছে হারমনপ্রীত করের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ভারত।
এবারের আসরের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারানোর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলো ভারত ও শ্রীলঙ্কা।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। দলীয় ২৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদেই পড়ে যায় এশিয়া কাপের সর্বোচ্চ শিরোপা জয়ীরা।
তৃতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন জেমিনা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কর। দুজন মিলে গড়েন ৯২ রানের জুটি। এই জুটিতে ভর করেই ১৫০ রানের বড় সংগ্রহ পায় ভারত। ৫৩ বলে ৭৬ রান করেন জেমিনা।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরতে বেশ দাপটেই শুরু করেছিলো শ্রীলঙ্কা। তবে দলীয় ২৫ রানে ওপেনার চামারি আতাপাত্তু ফিরে গেলেই শুরু হয় শ্রীলঙ্কার ধ্বস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারতের অফস্পিনার ডেলেন হেমালতা নিয়েছেন ৩ উইকেট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.