শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

ঢাকা প্রতিনিধিবাংলাদেশের যুবকরা স্বাধীনতা দিবসটা একধাপ রাঙিয়ে দিলো। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেও বাহরাইন আর ফিলিস্তিনের কাছে হেরেছিল জেমি ডে’র শিষ্যরা। দুই হারের আক্ষেপ গুছাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ নিজেদের শেষ ম্যাচে বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের।জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই শেষ করেছে বাংলাদেশ।

নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বিপুল, টুটুলরা।বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাহরাইন ও ফিলিস্তিনের কাছে হেরে আগেই বাছাই পেরিয়ে মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। দুই দলের কাছে সমান ১-০ গোলে হারে বাংলাদেশের যুবারা।বাছাইয়ের ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স-আপ পাবে মূল পর্বের টিকেট। আয়োজক থাইল্যান্ড সরাসরি খেলবে মূল পর্বে। ‘কে’ গ্রুপে খেলা থাইল্যান্ড গ্রুপ সেরা বা বাছাইয়ে সেরা চার রানার্স-আপের মধ্যে থাকলে পঞ্চম সেরা রানার্স-আপ পাবে মূল পর্বের টিকেট।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ।বাংলাদেশের জয়ে প্রথম গোল করেছেন ৫ মিনিটের মাথায় বিপলু আহমেদ । ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টুটুল হোসেন বাদশা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.