শ্রীলংকায় টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ লিটন

বিটিসি স্পোর্টস ডেস্ক: লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে মাঝপথে খেলতে গিয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। গত মঙ্গলবার প্রথম ম্যাচে খেলতে নেমে মাত্র ১ রানেই আউট হয়েছিলেন তিনি। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তিনি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ডাম্বুলা অরার বিপক্ষে খেলতে নেমে বাউন্ডারি দিয়েই রানের খাতা খুলেছিলেন লিটন। তবে সেই ধারা বজায় রাখতে পারেননি। ৭ বলে ওই ১টি বাউন্ডারিতেই মাত্র ৮ রান করে বিদায় নিয়েছেন তিনি। চতুর্থ ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ডিপ থার্ডে ধরা পড়েন তিনি।
লিটনের ব্যর্থতার দিনে সাবলীলই খেলছিলেন সাকিব আল হাসান। তবে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। ১৭ বলে ৩টি চারের মাধ্যমে ১৯ রান করে ধরেছেন প্যাভিলিয়নের পথ।
ডাম্বুলার বিপক্ষে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান করে গল। গলের রান দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ওপেনার লাসিথ ক্রুসপুলের। অন্য প্রান্ত কোনো ব্যাটারই যখন ২০ রান ছুঁতে পারেননি, সেখানে একাই ৮০ রান করেছেন ক্রুসপুল।
ডাম্বুলার হয়ে ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হেইডেন কের। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার নুর আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.