চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী উপজেলাধীন দক্ষিণ শাহ মিরপুর জুলধা গ্রামের বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ শাহ মিরপুর সার্বজনীন শাক্যমুনি বিহার ও বড়গাঙ বৌদ্ধ বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত বিভুতি রঞ্জন বড়ুয়া’র সহধর্মিণী শ্রীমতি আরতি রাণী বড়ুয়া গত ২২ জানুয়ারি রাত ২.টা ৪৫ মিনিটে চট্টগ্রামস্থ রয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি ৩ পুত্র, ৪ কন্যাসহ জামাই, বৌমা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় রেখে যান। তার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনা করে পুণ্যদানে ২৩ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় শাক্যমুনি বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জৈষ্ঠ্যপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাথেরো।
প্রধান অতিথি ছিলেন, মেহের আটিঁ জঙ্গলী গোসাঁই বিহারের অধ্যক্ষ ভদন্ত আয়ুপাল মহাথেরো। আশীর্বাদক ছিলেন শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাথেরো, ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত অনমোদর্শী মহাথেরো।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন, তালসারা আনন্দারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মহাস্থবির, ভদন্ত শুভানন্দ মহাথেরো,ভদন্ত সংঘরত্ন মহাথেরো, ভদন্ত শান্তরক্ষিত মহাথেরো, ভদন্ত রাষ্ট্রপাল স্থবির, ভদন্ত বিনয়ইন্দ্র স্থবির, ভদন্ত দেবজ্যোতি স্থবির, ভদন্ত শান্তবোধি স্থবির, ভদন্ত অক্ষায়ানন্দ স্থবির, ভদন্ত শীলপাল স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, রত্নানন্দ থেরো, ভদন্ত মেত্তানন্দ ভিক্ষু, ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষুসহ আরো অনেক পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।
স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, আনন্দ বড়ুয়া, সুখেন বড়ুয়া, প্রশান্ত কুমার বড়ুয়া, অমল বড়ুয়া, শিক্ষক শংকর বড়ুয়া, চিত্তসেন বড়ুয়া, শিক্ষক সুজিত বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা করেন ডা: বেসান্তর বড়ুয়া।
অনিত্য সভা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দক্ষিণ শাহ মিরপুর সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জয়সেন স্থবির। অনিত্য সভা শেষে শ্মশানে নিয়ে তার দাহকর্ম সম্পাদম করা হয়।
প্রধান সদ্ধর্মদেশকের সদ্ধর্মদেশনা করছেন তালসরা আনন্দাধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনরতন মহাস্থবির।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















