শ্রীমঙ্গলে তেল-গ্যাস লাইন লিকেজে আগুন: চিকিৎসাধীন বাবা-ছেলের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের ইলামপাড়া গ্রামে তেল-গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আহত বাবা ও ছেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা গেছেন।
পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাবা ও ছেলের মৃত্যু হয়।
নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা বশির মিয়া ও তার ছেলে রেদোয়ান আহমদ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিটিসি নিউজকে জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শেভরনের ভূগর্ভস্থ তেল লাইনে লিকেজ দেখা দেয়। এতে তেল জাতীয় পদার্থ আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় জয়তী নামক একটি পাহাড়ি ছড়ায় (খাল) বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা যায়।
মঙ্গলবার রাতে বশির মিয়া তার ছেলে রেদোয়ানকে নিয়ে ওই খালে মাছ শিকারে গেলে হঠাৎ আগুন ধরে তারা দুজন অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মৌলভীবাজার প্রতিনিধি মো. সাহেব আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.