মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্তত ১৯ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুলিশ উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকায় এই পুশ-ইন এর ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল পুলিশ ঘটনাস্থলের বাংলাদেশ ভূখন্ড থেকে ওই ১৯ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়।
উদ্ধারকৃতরা হলেন, শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রামজেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)।
দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত থাকার কথাও পুলিশকে জানান তারা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিটিসি নিউজকে জানান, উদ্ধারকৃতদের নাম-ঠিকানা যাচাই চলছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.