শ্রমিকদের মাসিক 7500 লকডাউন ভাতা সহ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতে বিক্ষোভ মিছিল (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: ধুবুলিয়া AICCTU অনুমোদিত সংগ্রামী টোটো চালক ইউনিয়ন, সংগ্রামী বিড়ি শ্রমিক ইউনিয়ন, সংগ্রামী মুটিয়া মজদুর ইউনিয়ন এর পক্ষ থেকে আজ শনিবার (১৭ জুলাই) ধুবুলিয়া CPIML LIBERATION পার্টি অফিস থেকে এক মিছিল ধুবুলিয়া বাজার ঘুরে নেতাজী পার্কে শেষ হয়।
মিছিল শেষে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে সকলের গলায় শোনা যায় পেট্রাপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, কৃষকের ফসলের নায্য দাম দিতে হবে।
সকলের জন্য করোনা ভ্যাকসিন দ্রুত দিতে হবে, সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসিক 7500 টাকা দিতে হবে ইত্যাদি। এই মিছিলে পা মেলায় AICCTU রাজ্য সম্পাদক কমরেড বাসুদেব বসু, জীবন কবিরাজ, সন্তু ভট্টাচার্য্য, কাজল দত্ত গুপ্ত, নীহার ব্যানার্জি, জয়কৃষ্ণ পোদ্দার ও অন্যান্য নেতৃবৃন্দ ।
এই পথ সভায় বক্তব্য রাখেন জীবন কবিরাজ, বাসুদেব বসু, সন্তু ভট্টাচার্য্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.