রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালকে ময়লামুক্ত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু।
সোমবার দুপুরে পুর সেনানিবাসের প্রধান ফটক ১নং মিলিটারী চেকপোস্ট এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন, বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
এসময় তিনি বলেন— খালের আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ‘শ্যামাসুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
এসময় ১৭ জন শ্রমিক এ কার্যক্রমে অংশ নিয়ে খালের বর্জ্য অপসারণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ দলের নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

















