সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন এলাকা সাতক্ষীরার শ্যামনগরের লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পরে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় দিক ঠিক করতে না পেরে হরিণটি লোকালয়ের ঢুকে পড়ে। স্থানীয়দের এমন সংবাদ পেয়ে বনবিভাগের দায়িত্বরত কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিনটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় পুনরায় অবমুক্ত করা হয়।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে দ্রুত বনবিভাগকে জানানোর আহ্বান জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #















