শোয়েব মালিক’র জন্মদিনে সানিয়া মির্জা’র আবেগঘন স্ট্যাটাস

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের জন্মদিন ছিল ১ ফেব্রুয়ারী। দিনটি উপলক্ষে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
শুক্রবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে শোয়েবের সঙ্গে একটি ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন– এই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, যার সঙ্গে আমি বাঁচতে পারি না, যাকে ছাড়া আমি বাঁচতেও পারি না।
‘সামনের বছর, মাস, দিনে সেরা সময়টা কাটাও। তুমি অনুশীলন থেকে ফিরে এলেও এটা বলতে পারতাম, কিন্তু যে রকম বলে না, আজ জন্মদিন আর শুভেচ্ছা না জানালে সেটা পূর্ণ নয়। ঠিক আছে। তোমাকে ভালোবাসি। বাই।’
২০১০ সালের ১২ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া ও শোয়েব। ২০১৮ সালে তাদের সন্তান ইজহান মির্জা-মালিক জন্মগ্রহণ করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.