খুলনা ব্যুরো: দূর প্রবাসে থাকা একজন বাবা-মা তাঁদের সন্তানদের জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল সমুদ্র সৈকতে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন এবং সাবরিনা আহমেদ পাপড়ি সন্তানদের ভাটার টান থেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তবে তাঁদের দুই মেয়ে সুস্থ রয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন এই দম্পতি। হঠাৎ তাঁদের দুই সন্তান সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাওয়ার উপক্রম হলে তাঁরা তাৎক্ষণিকভাবে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। সন্তানদের বাঁচাতে তাঁরা সফল হলেও নিজেরা ভাটার টানে তলিয়ে যান। স্থানীয় পুলিশ পরে তাঁদের মরদেহ উদ্ধার করে।
শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী। স্বপন ছিলেন ৯৭ ব্যাচের এবং পাপড়ি ছিলেন ৩ ব্যাচের শিক্ষার্থী। তাঁরা দাম্পত্য জীবনে একসঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন, যেখানে স্বপন কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
এই মর্মান্তিক মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, সন্তানদের বাঁচাতে গিয়ে ইউআরপি ডিসিপ্লিনের দুই কৃতী শিক্ষার্থীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন শোক ও সমবেদনা জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.