বিটিসি স্পোর্টস ডেস্ক:শক্তির তুলনায় অনেকটাই দুর্বল যারা, ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান বেশ পেছনে, সেই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে গোলের জন্য ঘাম ছুটে গেল ইতালির। ন্যূনতম ব্যবধানে জয় মিললেও, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতিটা মোটেও আশানুরূপ হলো না বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের।
ইউরো শুরুর দিন কয়েক আগে সবশেষ প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে ইতালি। ফিফা র্যাঙ্কিংয়ের ৭৪তম দলের বিপক্ষে একমাত্র গোলটি করেন দাভিদে ফ্রাত্তেসি।
প্রথম প্রস্ততি ম্যাচে, এবারের ইউরোর আরেক দল তুরস্কের বিপক্ষে গত মঙ্গলবার তো গোলই করতে পারেনি ইতালি। সমানে-সমান লড়াইয়ের ওই ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। আর এবার বসনিয়ার বিপক্ষে গোলের জন্য ১৭ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে ‘আজ্জুরিরা’, যার একটিই ঠিকানা খুঁজে পায়।
তাই মূল প্রতিযোগিতায় নামার আগে আক্রমণভাগকে উজ্জীবিত করতে হয়তো নতুন করে ভাবতে হবে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তির।
রোববার রাতের এই ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে ইতালি আধিপত্য করলেও, প্রথম ২০ মিনিটের চিত্র ছিল কিছুটা ভিন্ন। শুরুর ওই সময়ে গোলের জন্য তুলনায় বেশি শট নেয় বসনিয়া।
বিরতির পর দুই দলের খেলাতেই গতি ছিল কম। আক্রমণে অবশ্য ঠিকই আধিপত্য ধরে রাখে ইতালিয়ানরা। দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা, কিন্তু শেষটায় বারবার গড়বড় করে ফেলে দলটি।
জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হবে এবারের ইউরো। গতবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইতালি এবার কঠিন গ্রুপে পড়েছে; ‘বি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।
আসর শুরুর পরদিন আলবেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ইতালি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.