শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। সফরটি পূর্বপরিকল্পনা অনুযায়ী হবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। আগামী ৭ জুন শুরু হবে সিরিজটি।
এসএলসির সচিব মোহন ডি সিলভা আজ মঙ্গলবার ক্রিকবাজকে বলেন, ‘সূচীতে কোনো সমস্যা নেই। খেলাগুলো ঠিক সময়ে হবে।’
অস্ট্রেলিয়া এমন সময়ে শ্রীলঙ্কায় যাচ্ছে, যখন দেশটি খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের সংকটে ভুগছে। এ ছাড়াও দুটি টেস্টও খেলবে তারা। সফর ১২ জুলাই শেষ হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘আমরা উভয় দেশের সরকার এবং এসএলসি এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সবকিছু ঠিক আছে, পরিকল্পনায় কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড কাল বিকেলে যাচ্ছে। এই সফরের জন্য তারা উন্মুখ। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ কেমন হবে তার ওপর নির্ভর করছে আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপের ভাগ্য। এসএলসি কর্মকর্তারা আহমেদাবাদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহের সঙ্গে কথা বলেছেন।  এসিসি সিরিজটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.