শেষ কর্মদিবসে যা বললেন জেসিন্ডা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শেষ কর্মদিবস কাটিয়েছেন জেসিন্ডা আরডার্ন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য বিদায় জানানো হয় তাকে।
এদিন, দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন আরডার্ন। বিভিন্ন উত্থান-পতনে অকুন্ঠ সমর্থনের জন্য সকলের প্রতি জানান কৃতজ্ঞতা। ধন্যবাদ জ্ঞাপন করেন সহকর্মীদের প্রতিও।
শেষ বক্তব্যে জেসিন্ডা আরডার্ন বলেন, দিনটি আমার জন্য আসলেই বিশেষ। প্রধানমন্ত্রী হিসেবে আজ শেষ কর্মদিবস কাটালাম। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আমার বন্ধু-সহকর্মী ক্রিস হিপকিন্সকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবো। আজ নিজেকে একজন সাধারণ এমপি হিসেবে দেখতে আমি প্রস্তুত। দেশবাসীর কাছ থেকে যে সহযোগিতা, ভালোবাসা, সহানুভূতি ও সমর্থন পেয়েছি তাতে আমি আপ্লুত। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।
প্রসঙ্গত, বুধবার (২৫ জানুয়ারি) পদত্যাগ করবেন আরডার্ন। তার পদে স্থলাভিষিক্ত হবেন আরেক লেবার নেতা ক্রিস হিপকিন্স। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও পার্লামেন্ট সদস্য থাকবেন জেসিন্ডা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.