শেষ অধিবেশন শুরু দশম জাতীয় সংসদের

 

ঢাকা প্রতিনিধিআজ রোববার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। এটি ২০১৪ সালে জাতীয় নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের সবশেষ অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি।

সংসদের আইন শাখার সূত্র অনুযায়ী, বেশ কয়েকটি বিল পাস হতে পারে এবারের অধিবেশনে। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ অক্টোবরের পর থেকে চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের কাউন্ট ডাউন শুরু হবে। নির্বাচনকালে সংসদ অধিবেশন আহ্বানের কোনো বাধ্যবাধকতা না থাকায় এবারের অধিবেশনই হবে সরকারের চলতি মেয়াদের শেষ অধিবেশন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.