শেরপুর সীমান্তে চোরাই আড়াই হাজার ভারতীয় ২ হাজার ৫৭২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মায়াঘাষি এলাকা থেকে থেকে ২ হাজার ৫৭২ পিস চোরাই ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির অধীন নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারিরা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। চোরাকারবারিরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.