শেরপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ, গ্রেফতার ১৫

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের পনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার দুপুরের পর থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিটিসি নিউজকে জানান, গতকাল রবিবার বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সমাবেশ ও র‌্যালির আয়োজন করেন। এ কর্মসূচি সফল করতে সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত হতে থাকেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বাসস্ট্যান্ড এলাকায় ফিরে আসে।

এদিকে, একই সময় স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি এই দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে বিএনপি’র কিছু নেতাকর্মীর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। তাই যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি অভিযান চালানো হয়। এছাড়া বিশৃঙ্খলা তৈরি করে যেন জানমালের ক্ষতিসাধন করতে না পারে সেজন্য উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের ওই সব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদেরকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.