শেরপুরে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেপ্তার-৪

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বহুল আলোচিত কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে জেলার নালিতাবাড়ি উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তরা হলেন, জেলার নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজনগর গ্রামের বিল্লাল হোসেন (৪৫), সদর উপজেলার চান্দের নগর গ্রামের আব্দুর রহিম (৪২) ও নকলা উপজেলার মেদির পাড়া গ্রামের সোহেল রানা (৩৫)।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মির্জাপুর সামাজিক কবরস্থানের চার কবর থেকে চারটি কঙ্কাল তারাই চুরি করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বিটিসি নিউজকে জানান, সদর থানার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরের সামাজিক কবরস্থানের চারটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় নানা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাইমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মূলহোতা এখনও গ্রেপ্তার হননি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.