শেখ হেলাল উদ্দিন এমপির নির্দেশে মোল্লাহাটে ১৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সাবান বিতরণ


বাগেরহাট প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের মোল্লাহাটে ১৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হামিমার হাতে মাস্ক ও সাবান তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে করোনা ভাইরাস থেকে বাঁচতে কি করতে হবে, কিভাবে হাত ধুতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

এসময় মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন. মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা গাড়ফা মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশুদের মাঝে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। প্রধান শিক্ষকের কাছে মাস্ক ও সাবান প্রদান করা হয়।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন মহোদয়ের নির্দেশে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছি। লিফলেটগুলো সরাসরি শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। মাস্ক ও সাবান শিক্ষকদের কাছে রয়েছে। শিশুরা হাত ধুয়ে ক্লাসে প্রবেশ করবে। কোন শিশুর যদি হাঁছি-কাসি হয়, তাহলেই শুধু মাস্ক পরিধান করবে। সেক্ষেত্রে শিক্ষকরা ওই হাঁছি-কাসিতে আক্রন্ত শিশুকে মাস্ক প্রদান করবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাই সতর্ক থাকলেই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.