শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, ততদিন খালেদা জিয়া মুক্তি পাবেন না : গয়েশ্বর

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, মনে হয় ততদিনে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন না। বাংলাদেশের এমন কোনো কারাগার নেই, যেখানে আমাদের কর্মীরা নেই। এই আটকেও বাণিজ্য হয়। ধরে আনতে পারলে বাণিজ্য, আটক নেতাকর্মীদের সঙ্গে আত্মীয়-স্বজন দেখা করতে গেলে টাকা, খাবার দিতে গেলে টাকা, রিমান্ডে যাতে না নেওয়া হয়- তার জন্যও টাকা নেওয়া হয়। এ রকম অনেক খাত আছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহানগর নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ রাজবন্দীদের মুক্তির দাবি’তে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল বাজার পর্যন্ত বিস্তৃত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি জনগণের নিরাপত্তার জন্য নয়। খুনি, দুর্নীতিবাজ ও লুটেরাদের রক্ষা করাই যেন প্রশাসনের কাজ। বিচারের আগেই পুলিশ হাত-পা ভেঙে বিচার করছে। থানায় ঢুকে ছাত্রলীগের কর্মীরা পুলিশের সামনে বিএনপি নেতাকর্মীদের পেটাচ্ছে। দেশে কোনো বিচার নেই।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জনগণের নিরাপত্তা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা থাকে না। যেখানে সরকারই ভেজাল, সেখানে প্রশাসন নির্ভেজাল থাকে না। যে দেশে আইনের শাসন নেই, সে দেশে জনগণ বিচার চাইবে কার কাছে? বিচারপতিই স্বাধীন না, সরকারের বিরুদ্ধে রায় দিলে দেশ ত্যাগ করতে হয়। একজন (ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর) জোর গলায় বললেন, ‘‘এস কে সিনহাকে (সাবেক প্রধান বিচারপতি) কীভাবে দেশ ত্যাগ করিয়েছিলাম।’’ তারপরও সেই বিচারপতিরাই তাকে সালাম দিচ্ছেন।’
ভারতের লোকসভা নির্বাচন নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারতের নির্বাচনে মোদি বুঝেছেন নির্বাচন কাকে বলে। সেখানে এখনও জবাবদিহি আছে। আমাদের দেশে কোনো জবাবদিহি নাই দেখে সরকার যা ইচ্ছে তাই করছে।’
ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘আনার যে খুন হয়েছে তা এখনো প্রমাণ করতে পারেনি। তার শরীরের টুকরো এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর যদি খুন হয়েই থাকে তাহলে তাকে খুনের দায়ে যাদের আটক করা হয়েছে, খুনিরা কেন তাকে খুন করল তা কেন প্রকাশ করছেন না?’
গয়েশ্বর বলেন, ‘আজকে আমেরিকা বা কোনো রাষ্ট্র আমাদের দেশের কারো বিরুদ্ধে স্যাংশন দিলে তা জাতির জন্য লজ্জার, কিন্তু সরকার লজ্জা পায় না।’
ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন নসু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, ওলামা দলের মাওলানা সেলিম রেজা, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, মহানগর বিএনপির ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পাপ্পা সিকদার, ছাত্রদলের পাভেল সিকদার, খালিদ হাসান জ্যাকী প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.