শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার, আজকে সারবীজের জন্য কাউকে জীবন দিতে হয় না……শিমুল এমপি

নাটোর প্রতিনিধি: রবি২০১৯-২০ ও পরবর্তী খরিফ-১ মৌসুমে সরিষা, গম,ভূট্রা, পিঁয়াজ, মুগ ও তিল প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৭ টি ইউনিয় ও ১ টি পৌরসভার ২হাজার ৩৪০ জন কৃষকের মধ্যে বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে কৃষি প্রণোদনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শুব্রত কুমার সরকার, সদর উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু সহ প্রমুখ।

শেখ হাসিনার সরকার কৃষি বান্ধন সরকার, ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বিএনপি সরকার ক্ষমতা ছিল তখন সার বীজ নিতে গেলে জীবন দিতে হত কিন্তু আজ কোন মানুষ কে সার বীজ নিতে লাইন ধরতে ও জীবন দিতে হয় না। আজকে কৃষি ভাইদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.