শেখ হাসিনার সঙ্গে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর সৌজন্য সাক্ষাৎ

বিশেষ (ভারত) প্রতিনিধি: ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোবেলজয়ী সমাজ সংস্কারক ও শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী।
আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল ‘আইটিসি মৌর্য’র মিটিং রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী জি কিষাণ রেড্ডিও।
এর আগে গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ‘হায়দরাবাদ হাউস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন। বৈঠকের পর দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
পরে প্রধানমন্ত্রীর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি সৌম্য সিংহ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.