BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার মৃত্যুদন্ড আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ – দুলু

শেখ হাসিনার মৃত্যুদন্ড আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

গত বছরের জুলাই আগষ্টে দেশের ছাত্র-জনতার উপরে গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদন্ড সেই আইনের শাসন প্রতিষ্ঠার প্রকৃষ্ঠ উদাহরণ। শেখ হাসিনার সময় দেশে হাজার হাজার মানুষকে হত্যা, গুম, নির্যাতন করা হলেও মানুষ কোন বিচার পায়নি। আজো শত শত মা তার সন্তানের কোন সন্ধান পায়নি, বিচারও পায়নি।

শেখ হাসিনা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করে ১৯৭১সালের যুদ্ধাপরাধের অভিযোগে যে বিচার করেছিল তাতে অসংখ্য অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ থাকলে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেখানে সকল নিয়ম নীতি অনুসরন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে।

জুলাই আগষ্টের আন্দোলনে শেখ হাসিনা তার দলের লোকের পাশাপাশি দেশের প্রায় সকল বাহিনীকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছে। তখন হেলিকপ্টার থেকে শুরু করে সামনাসামনি গুলি করে আন্দোলনকারীদের হত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার মতো অপরাধও করেছে। আদালতে আইনজীবীরা প্রতিটি ঘটনার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে।

মঙ্গলবার বিকেলে দুলুর জন্মস্থান নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর আমতলি বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম হযরতের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

সমাবেশে দুলু বলেন, শেখ হাসিনা ও তার সাবেক এমপি মন্ত্রীরা ভারতে পালিয়ে থেকে বাংলাদেশকে অশান্ত করতে নিজেদের অনুসারীদের দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস করে মানুষের জীবনকে অশান্ত করার অপচেষ্ঠা করছে। দেশের মানুষ তাদের আন্দোলনে কোন সাড়া দিচ্ছে না। বরং আদালতের ন্যায় বিচারে মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। রায়ের পর প্রকাশ্য রাস্তায় শত শত মানুষ মাটিতে সিজদা দিয়ে আল্লাহর নিকট শুকরিয়া জানিয়েছে। ন্যায় বিচার পেয়ে অনেকে স্বজন হারানোর কষ্ট ভুলে আনন্দ প্রকাশ করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?