শেখ হাসিনার দুটি আসনেই মনোনয়নপত্র চূড়ান্ত

ঢাকা প্রতিনিধিআওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নোয়াখালী-৫ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাকা-১ আসন থেকে আওয়ামী লীগের সালমান এফ রহমান এবং ঢাকা-৪-এ গণফোরামের সুব্রত চৌধুরীর মনোনয়নপত্রও বৈধতা পেয়েছে।

এছাড়া, বগুড়া-৬ ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা-১ ও ২ আসনে খন্দকার মোশাররফ হোসেন, সিলেট-১ আসনে ইনাম আহমেদ চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১৪ আসনে অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও ময়মনসিংহ-৪ থেকে দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

এছাড়াও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, ১৪ দল নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.