নিজস্ব প্রতিবেদক:একদিন বিরতরি পর আবোরো শেখ রাসেল দ্বিতীয় বিভাগ (উন্মুক্ত) ক্রিকেট টুর্নামেন্টের সুপার লীগ পর্বের দুটি খেলা অনুষ্টিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় বুধবার (২৬ জুন) অনুষ্টিত খেলায় এম এস এভেঞ্চারস ৩ রানে হারায় লডর্স ক্রিকেট কোচিং সেন্টারকে।
টস জয়ী এভেঞ্চারস ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১১২ রান। দলের পক্ষে সর্বোচ্চ সবুজ ৫৯ রান করেন। বিপক্ষে নবেল ২৪ রানে ৪টি ও অপু ১২ রানে ২টি উইকেট নেন। জবাবে লডর্স ক্রিকেট কোর্চিং সেন্টার ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১০৯ রান।
দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ৩৩ ও লিমন ১৯ রান করেন। বিপক্ষে তাসনিম ১৬ রানে৩টি ও সবুজ ১৬ রানে ২টি উইকেট নেন। এস এম এভেঞ্চারের আশিকম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।
দিনের অন্য খেলায় নওদাপাড়া স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে হারায় নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাবকে। টস জয়ী নর্থ বেঙ্গল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৯৩ রান। দলের পক্ষে সর্বোচ্চফাহিম ৩২ ও নিশাত ১৯ রান করেন। জবাবে নওদাপাড়া স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৯৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ২৯ ও গালিব ২৮ রান করেন। বিপক্ষে দিপু ১৬ ও শান্ত ১৩ রানে ১টি করে উইকেট নেন।
নওদাপাড়ার গালিব ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়। উভয় দলের খেলো ম্যান অব ম্যাচ নির্বাচিত হলে তাদের হাতে পুরস্কার তলে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল। এ সময় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ ফারুক উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.